fbpx

মর্ডানার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল থেকে মর্ডানা টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

বেগম জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

শায়রুল কবির বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। ১৯ জুলাই মডার্নার টিকার প্রথম ডোজ নেন তিনি।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে তিনি ৫৪ দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকনে। অবশেষে গত ১৯ জুন রাতে গুলশানের নিজ বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Advertisement
Share.

Leave A Reply