fbpx

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহাখালীর সাততলা বস্তিতে ভোররাতে লাগা আগুনের ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন,’ অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুতের লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

বস্তিবাসী বলছে, আগুনে কয়েকশ ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশিরভাগ ঘরের জিনিসপত্র। রাস্তায় থাকা ছাড়া কোন গতি নেই বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা।

সোমবার ভোর ৪ টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নেভাতে সকাল সাড়ে নয়টা বেজে যায়। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Advertisement
Share.

Leave A Reply