fbpx

মাঙ্কিপক্স: ইউরোপের ৯ দেশসহ ছড়িয়েছে ১৫ দেশে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকার বাইরে ইসরায়েল, সুইজারল্যন্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ অন্তত ১৫ টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনেরও বেশি মানুষ এই পক্সে আক্রান্ত হয়েছে। উপসর্গ দেখা দিয়েছে আরও কয়েকজনের শরীরে।

ইউরোপের নয়টি দেশে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে আছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের সংস্পর্শ থেকে ভাইরাসটি ছাড়ায়। লক্ষণ দেখা দিলে আইসোলেশন ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয়া হয়েছে। সেই সাথে ১২ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও অসুস্থ মানুষদের রোগটি থেকে সুরক্ষা দিতে বিশেষ যত্ন নেয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্য এখন পর্যন্ত ২০ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

সব শেষ নির্দেশনায়, মাঙ্কিপক্স ধরা পড়ার উচ্চ ঝুঁকিতে থাকাদের ২১ দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য।

প্রাথমিকভাবে মাঙ্কিপক্সের উপসর্গ হচ্ছে জ্বর, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা ও অবসাদ।

সাধারণত পশ্চিম আফ্রিকার দুর্গম এলাকায় এই রোগ দেখা যায়। তবে এ রোগে মৃত্যুঝুঁকি খুব কম। অধিকাংশ সময়েই আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যান।

Advertisement
Share.

Leave A Reply