fbpx

মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তরুণ নির্মাতা সীমান্ত সজলের রচনা এবং পরিচালনায় মাছরাঙা টেলিভিশনের মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, মোসুমী হামিদ, মুকুল সিরাজ, সাজু মেহেদী, ডা. আমিন বাচ্চু, অধরা প্রিয়াসহ থিয়েটারের ২০জন শিশু কিশোর।

মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’

‘আমার বর্ণমালা’ নাটকে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

নাটকের গল্প সংক্ষেপ- গল্পের ওহাব মাস্টার মুক্তিযোদ্ধা ওদুদ মাস্টার এর সন্তান। ১৯৭১ সালে রাজাকাররা রাতের আঁধারে  তাঁদের বাড়িতে আগুন দিলে সেই রাতে ছোট্ট ওহাব হাতে বর্ণমালার বই তুলে দেয়। বর্ণমালার বই হাতে ওহাব দৌঁড়ে বের হতে পারলেও তার বাবা,মা তার চোখের সামনে আগুনে পুড়ে মারা যায়।

মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’

‘আমার বর্ণমালা’ নাটকের একটি দৃশ্যে তারিক আনাম খান। ছবি : সংগৃহীত

এদিকে, বর্ণআপার নেতৃত্বে পথশিশু শিশু কিশোর,কিশোরীরা প্রভাত ফেরীতে ফুল হাতে এগিয়ে আসার পর শহীদ মিনারের সামনে লোকজনের জটলা ঠেলে এগিয়ে এসে দেখে, সেখানে তাদের ওহাব মাস্টার এর  মৃহদেহ পড়ে আছে। তার হাতে পাওয়া ছোট্ট চিরকুটে লেখা- আমায় ক্ষমা করিস বর্ণ, আমি আমার দায়িত্ব শেষ করে যেতে পারিনি। তোর হাতে তুলে দিলাম আমি, আমার বর্ণমালা। তুইও একদিন তুলে দিস তোর পরের প্রজন্মের হাতে আমার বর্ণমালা।

‘আমার বর্ণমালা’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে ২১শে ফেব্রুয়ারি রবিবার রাত ৮ টায় প্রচারিত হবে।

Advertisement
Share.

Leave A Reply