fbpx

মাদারীপুরে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদারীপুরের শিবচরে বাংলাবাজার- শিমুলিয়া ফেরিঘাটসংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার (০৩ মে) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়েই ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply