fbpx

মারা গেছেন ‘পরিণীতা’খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেছেন ‘পরিনীতা’ খ্যাত বলিউডের বাঙালী নির্মাতা প্রদীপ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এর পর ‘লাফাংগে পরিন্দে’ (২০১০) এবং ‘মর্দানি’ (২০১৪) র মতো ছবিতেও সাড়া ফেলেন প্রদীপ।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ। শুক্রবার(২৪ মার্চ) ভোর সাড়ে তিনটের সময়  মৃত্যু হয় পরিচালকের। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হয় তার। তার পরও রক্তে পটাশিয়ামের  মাত্রা বিপুল হারে কমছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল

‘হেলিকপ্টর এলা’ (২০১৮) ছিল তাঁর বানানো শেষ সিনেমা। ওটিটির কাজেও হাত দিয়েছিলেন প্রদীপ। সম্প্রতি বানিয়েছিলেন ‘দুরাঙ্গা’ সিরিজ। ২০২২ সালের অক্টোবর মাসে অভিনেত্রী কঙ্গনা রানাউত ঘোষণা করেছিলেন, প্রদীপের পরবর্তী ছবি ‘নটী বিনোদিনী’তে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply