fbpx

মারা গেলেন ভাষা সৈনিক আলী তাহের মজুমদার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারা গেছেন ভাষা সৈনিক আলী তাহের মজুমদার। শনিবার সকালে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁনপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৬ বছর।

আলী তাহের মজুমদারের জন্ম ১৯১৭ সালের ১২ ফেব্রুয়ারি। বাবার নাম চারু মজুমদার, মা সাবানী বিবি। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

১৯৩৫ সালে ছাত্র অবস্থায় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ১৯৪২ সালে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে সক্রিয় অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অষ্টম পাঞ্জাব আর্মিতে যোগ দেন। সাত-আট মাসের প্রশিক্ষণ শেষে ছুটিতে এসে আর ফিরে যাননি। সে সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বোসের পরিকল্পিত বাংলা ভাষাভাষী এলাকা নিয়ে স্বাধীন সরকার গঠনের জন্য কাজও করেছেন আলী তাহের। দেশভাগের পর ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্থান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন কুমিল্লার গণপরিষদ সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত। তখন দেশে ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। আলী তাহের মজুমদার তখন আরএসপি (রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি) করতেন। ওই অফিসে বসে ভাষা আন্দোলনের লিফলেট-পোস্টার লিখে বিলি করতেন।

বায়ান্নর ২১শে ফেব্রুয়ারি, ঢাকায় মিছিলে গুলি হলে বিক্ষোভে ফেটে পড়ে কুমিল্লার মানুষ।  বিক্ষোভ মিছিল করার অপরাধে আলী তাহের মজুমদার গ্রেফতার হয়েছিলেন। পরদিন তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগেও দুই দফা গ্রেফতার হয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply