fbpx

মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বারের মত জেলেনস্কির ভাষণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গেল দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারর্চুয়ালি এই ভাষণে তিনি আবারও ইউক্রেনের আকাশ সীমা ‘ নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানান। সেই সাথে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বানও জানান তিনি।

এর আগেও জেলেনোস্কি ইউক্রেনের আকাশ সীমায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ো ইউনিয়নকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে এতে রাজি হয়নি পশ্চিমা দেশগুলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, ‘ আমার ইচ্ছে আপনি বিশ্বের নেতা হয়ে উঠুন। বিশ্বের নেতা হওয়ার মানে শান্তির নেতা হওয়া।’

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply