fbpx

মার্কিন নাগরিকদের সরিয়ে না আনা পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে: জো বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে না আনা পর্যন্ত সেখান থেকে সেনা সরিয়ে আনা হবে না। চলতি মাসের ৩১ তারিখের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমা বেধে দেয়া হলেও এখন সে সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট বাইডেন।

আফগানিস্তানে এখনও ১৫ হাজারেরও বেশি মার্কিন নাগরিক আটকা পড়ে আছে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যদি কাবুলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা থাকে, আমারা সেখানে অবস্থান করবো। যতক্ষণ না তাদের সবাইকে বের করে আনা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতাই কাবুল থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

কাবুলের খারাজি আন্তর্জাতিক বিমান বন্দরে এখনও প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তবে তালেবান যোদ্ধারা বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে। বিমানবন্দরের দিকে জনস্রোত ঠেকাতে আকাশে গুলি ছুড়ছে গোষ্ঠীটি।

Advertisement
Share.

Leave A Reply