fbpx

মার্চের শেষে আসতে পারে টিকার তৃতীয় চালান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে টিকার তৃতীয় চালান ২৬শে মার্চের পর দেশে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তবে এই চালান আসতে এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

রবিবার কেন্দ্রীয় ঔষধাগারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য সচিব।

তিনি বলেন, ‘২৬শে মার্চ নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর শেষে ভারতে ফিরে যাবার পর আমরা মার্চ মাসের চালানটি পাবো। এমনও হতে পারে যে মার্চের চালানটি আসতে এপ্রিলের প্রথম সপ্তাহও লেগে যেতে পারে।‘

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গতবছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে। তার আগে ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ পাঠিয়েছিল।

টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়। এ পর্যন্ত ৪৭ লাখ ৬০ হাজার মানুষ এ টিকার প্রথম ডোজ পেয়েছে। ৮ এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ডোজ শুরু হবার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply