fbpx

মার্চ-এপ্রিল নাগাদ ডলার সংকট পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে : পরিকল্পনামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে রেমিট্যান্স বেড়েছে। গত মাসেও রেমিট্যান্স বেশি এসেছে। ধীরে ধীরে পা টিপে টিপে রেমিট্যান্স আবার আগের জায়গায় চলে আসবে।

হয়তো আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ ডলার সংকট পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। ধানে গোলাভর্তি, মাঠভর্তি, পুকুরে-বিলে-হাওরে মাছভর্তি। আমাদের গাভী এখন বাচ্চা দেবে। দুধেও ভর্তি। সুতরাং চিন্তা কিসের।

গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কুস্তি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply