fbpx

মালিতে রাস্তায় পুঁতে রাখা বোমায় নিহত ৭ শান্তিরক্ষী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৮ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালির দোউয়েন্তজা শহর থেকে সিভার শহরে যাচ্ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয়। মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছানোর পর তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে।

এতে বোমাটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হন এবং আরও তিনজন মারাত্মক আহত হন। আহতদের অবস্থা আশংকাজনক।

তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
Share.

Leave A Reply