fbpx

মালয়েশিয়ার ইমিগ্রেশনে ৩ লাখের বেশি আবেদন জমা  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত বছরের অক্টোবর থেকে চলতি মাসের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার ৫১০টি আবেদন জমা পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে।

দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, মালয়েশিয়া প্রবেশে এবং মালয়েশিয়ার বাইরে যেতে মাই ট্রাভেল পাস (এমটিপি)- এর মাধ্যমে ৩ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।

এই আবেদনের মধ্যে ২ লাখ ৮ হাজার ৫০৯ জনের আবেদন অনুমোদন দেওয়া হয়েছে এবং বিভিন্ন কারণে ১ লাখ ২৭ হাজার ৪৬৫ জনের আবেদন বাতিল করা হয়েছে। যেখানে রয়েছে মালয়েশিয়ান নাগরিক ও তাদের পোষ্য এবং বিভিন্ন দেশের অভিবাসী ছাত্র ও শ্রমিক।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৫১০টি আবেদন জমা পড়েছে। এগুলো প্রসেসিং করতে ৩টি টিম নিয়মিত কাজ করছে। দিন দিন এই আবেদন বেড়েই চলেছে। দেশে লকডাউন শিথিল করা হয়েছে বলেই এই আবেদনের সংখ্যা বাড়ছে।

জানা গেছে, আবেদনের বাছাই প্রক্রিয়া ৭ থেকে বড়িয়ে ১৪ দিন অরা হয়েছে। এমটিপি আবেদন গ্রহণ বাতিলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সরকারের বিভিন্ন বিধিনিষেধের ওপর নির্ভর করতে হয়।

Advertisement
Share.

Leave A Reply