fbpx

মালয়েশিয়ায় পালিত মাতৃভাষা দিবস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন মালয়েশিয়াতে বসবাসরত বাঙালিরা।

রবিবার ২১ ফেব্রুয়ারির এই দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন চত্বরের অস্থায়ী শহিদ মিনারে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকারের দেয়া করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে চলতে এবার ২১ ফেব্রুয়ারির এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর বাইরে অন্য কেউ উপস্থিত থাকতে পারেননি। তবে, প্রবাসীরা যেন দিবসটি উদযাপন করতে পারেন, তাই দূতাবাস আয়োজন তাদের ফেইসবুক পেইজে লাইভ প্রচার করেছে।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার অনুষ্ঠানটি শুরু করেন জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। এ সময় উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করে শোনান। পাশাপাশি, শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী।

এদিকে, যথাযোগ্য মর্যাদার সাথে মালয়েশিয়ায় ইউনেস্কোও পালন করেছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মালয়েশিয়া সরকারের শিক্ষামন্ত্রী মোহাম্মদ রাদজি জিদিন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Advertisement
Share.

Leave A Reply