fbpx

মালয়েশিয়া যাওয়ার পথে ৩০ রোহিঙ্গা আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন। এর মধ্যে আবার ১৭ জন তরুণী। তাদেরকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডিল এলাকায় কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। এদেরকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় কোস্ট গার্ড।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়া স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে শামলাপুর পয়েন্ট দিয়ে সাগরপথে ট্রলারযোগে কিছু ‘রোহিঙ্গাকে পাচারের’ খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ট্রলার চালকসহ পাচারকাজে জড়িত লোকজন পালিয়ে যায়।‘

পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের উদ্ধারের বিষয়টি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের সংশ্লিষ্টদের জানানো হয়েছে। উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ‘

সাময়িকভাবে তাদের কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়া স্টেশনে রাখা হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply