fbpx

মালয়েশিয়া যাবার পথে নৌকাডুবিতে ১৪ রোহিঙ্গার মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের উপকূলে এক নৌকাডুবিতে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১২ জন। খবর বার্তা সংস্থা এএফপির।

এদিকে মিয়ানমারের পুলিশ জানিয়েছে, মৃতরা রোহিঙ্গা নাগরিক। আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি পশ্চিম মিয়ানমারের সিত্তওয়ে থেকে গত ১৯ মে রওনা করেছিল। এর দুদিন পরেই বৈরি আবহাওয়ার কবলে পড়ে ওই দলটি।

এই দুর্ঘটনাকে রোহিঙ্গা নাগরিকদের জন্য হতাশাজনক ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন ইউএনএইচসিআর’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াট।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার শিকার দলটি মালয়েশিয়ায় উদ্দেশে যাত্রা করেছিল। উদ্ধার হওয়া ১৪ মরদেহের মধ্যে ১২ জনই নারী।

১৪ জনের মরদেহ ছাড়াও নৌকার মালিকসহ অন্তত ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে ৬১ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মিয়ানমারের পাথেইন জেলা পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে।

Advertisement
Share.

Leave A Reply