fbpx

মাস্কাটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে ওমানের মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে আগামী এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাকালীন সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করতো।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে তাহেরা খন্দকার বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

এদিকে সৌদি আরব সরকারও সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটও বাতিল করেছে বিমান বাংলাদেশ।

প্রসঙ্গত যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।

এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক বিভিন্ন মেয়াদে ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply