fbpx

মিতু হত্যা মামলায় বাবুলের পাঁচ দিনের রিমান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামে আলোচিত মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এবং মিতুর স্বামী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১২ মে) বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রোসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ গণমাধামকে বলেন,পিবিআই আদালতের কাছে বাবুল আক্তারকে জিজ্ঞাসা করতে সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

আর পিবিআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং মিতুকে কেনো হত্যা করা হয়েছিল, সেটি জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তারা সাতদিন রিমান্ড আবেদন করেন।

শুনানিতে বাবুলের পক্ষে লড়েন আইনজীবী আরিফুর রহমান। তিনি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত আসামিপক্ষের আবেদন নাকচ করে দেন।

বাবুলের আইনজীবী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা মামলার বাদী ছিলাম। পুলিশ যথাযথ তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ঘটনার শিকার। উচ্চ আদালতে যাব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।’

এর আগে বেলা তিনটার কিছু আগে বাবুল আক্তারকে কড়া নিরাপত্তার মধ্যে আদালত ভবনের দ্বিতীয় তলায় হাজির করা হয়।

Advertisement
Share.

Leave A Reply