fbpx

মিরপুরে অনুশীলন করলেন মাশরাফী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শর্ট রান আপে কিছুক্ষণ বল করলেন মাহমুদউল্লাহ রিয়াদকে, এরপর শুয়ে শুয়ে যখন স্ট্রেচিং করছেন তখন পাশের নেটে নকিং করতে থাকা শামীম পাটোয়ারী এসে বসলেন তার পাশে, সদা হাস্যমুখী ব্যক্তিটি জাতীয় দলের নবীনতম সদস্যটির সাথেও মেতে উঠলেন খোশগল্পে ব্যাট নিয়ে পুল করার ভঙ্গি করে হয়তো শামীমকে কিছু টিপসও দিলেন। আশেপাশে তখন তাঁকে ঘিরে রয়েছে মিরপুরের সকল নেট বোলাররা।

তিনিই মাশরাফী বিন মোর্ত্তজা, যিনি যেখানে যান সেখানেই সব আলোচনা ও আয়োজনের কেন্দ্রেই থাকেন। সেই মাশরাফি এসেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, করছেন একাডেমি মাঠে অনুশীলন। তাকে নিয়ে হইচই হবেনা তা কি হয়?

আসন্ন বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলার কথা রয়েছে মাশরাফীর, এজন্যই নিজেকে ঝালিয়ে নিতে প্র্যাক্টিসে ফেরা দীর্ঘদিন পর। মাশরাফীর খেলা নিয়ে অবশ্য আছে সংশয়। পুরোপুরি ফিট নন সাবেক টাইগার ক্যাপ্টেন, পিঠের ব্যথাটা যদি সেরে যায় তাহলে ইস্ট জোনের হয়ে মাঠে দেখা যেতে পারে ম্যাশকে।

বিসিএল যদি নাও হয়, তবু আসন্ন বিপিএলে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে ম্যাশকে, সেইসাথে একই দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ জানুয়ারি শুরু হবে বিসিএলের ওয়ানডে আসর। জানা গেছে, ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন তামিম ইকবালও, দক্ষিণাঞ্চলের হয়ে রিয়াদ, মুস্তাফিজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply