fbpx

মিরপুরে আগামীকাল যেসব এলাকায় যান চলাচল থাকবে নিয়ন্ত্রিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ক্রিকেট সিলেব্রেটস মুজিব-১০০’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এই অনুষ্ঠান চলাকালে স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার বিকেলে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। যেখানে বিশ্বখ্যাত ভারতীয় সঙ্গীত তারকা এ আর রাহমানও অংশ নেবেন।

সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গমনাগমন করবেন। আমন্ত্রিত অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য মঙ্গলবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।‘

এছাড়া মিরপুর ১০ নম্বর থেকে ১ নম্বরের সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলেও জানিয়েছে ডিএমপি।

নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় দুঃখ প্রকাশও করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply