fbpx

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গাণিতিক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

করোনার কারণে গত বছরের ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন শর্ত সাপেক্ষে চিড়িয়াখানা খোলার অনুমতি দেয়া হয়।

উল্লেখ্য, দেশে এখন আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন। আর রেকর্ডসংখ্যক শনাক্ত ছাড়িয়ে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৯ জন।

Advertisement
Share.

Leave A Reply