fbpx

মিরাজের দেওয়া ‘উপহারে’ জিম্বাবুয়েকে সিরিজ উপহার দিলেন রাজা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরে ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। হারারেতে রবিবার(৭ আগস্ট) স্বাগতিকরা জিতেছে ৫ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। ফিফটি তুলে এই ওপেনার ফিরে যাওয়ার পর মাঝের ওভার গুলোতে ব্যাটে-বলে সমান তালে রান তুলতে ব্যর্থ হন ব্যাটাররা।

শুরুতে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হলেও শেষদিকে মাহমুদউল্লাহ খেলেন ৮৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস। দুই ফিফটিতে ভর করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ২৯০ রান।

জবাবে মাত্র ৪৯ রানেই চার উইকেট হারায় স্বাগতিকরা। তবে এরপর ৫ম উইকেট জুটিতে অধিনায়ক রেগিস চাকাভা এবং সিকান্দার রাজা গড়েন ১৬৯ বলে ২০১ রানের জুটি। যদিও ফিফটি তোলার আগেই রাজাকে রানআউটের সহজ সুযোগ হারান মিরাজ।

ক্যারিয়ারের প্রথম শতরান তুলে নেওয়া চাকাভা ৭৫ বলে ১০২ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও ব্যাক টু ব্যাক শতরান করা রাজা ১২৭ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় পাওয়া দলের হয়ে ৩ উইকেট আর সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন আগের ম্যাচের ম্যাচসেরা রাজা।

Advertisement
Share.

Leave A Reply