fbpx

মিশরে রাজকীয় মমির শোভাযাত্রা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
মিশরের রাজকীয় মমিগুলোকে নতুন একটি জাদুঘরে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হয় এগুলো।
সংবাদ মাধ্যম বিবিসি জানায়,  এতদিন মমিগুলো ছিল মিশরীয় জাদুঘরে। এখন পাঁচ কিলোমিটার দূরে মিশরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশনে রাখা হয়।  সাজানো গোছানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকের মমি নিয়ে যাওয়া  হয়।
স্থান্তরিত মমিগুলো কয়েক হাজার বছর আগের ২২ জন শাসকের। তাদের মধ্যে ১৮ জন রাজা ও চারজন রানি।
পুরো আয়োজনে ব্যয় হয়েছে কয়েক মিলিয়ন ডলার।
মিশরে এসব মমিকে বিবেচনা করা হয় জাতীয় সম্পদ হিসেবে। কতৃপক্ষ আগেই জানিয়েছিল, শাসনকালের ক্রম অনুসারে মমিগুলো রাখা হবে।
Advertisement
Share.

Leave A Reply