fbpx

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আসর এবার ভার্চুয়ালি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা ভাইরাস মারাত্বক আকার ধারণ করা হয়েছে।  সবকিছু যেন থমকে গেছে। তাই  এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২১’ ভার্চুয়ালি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা।

শিগগিরই ‘ভার্চুয়াল’ এ আয়োজন শুরু করা হবে বলে ফেইসবুক পাতায় এক বিবৃতিতে জানিয়েছে বৈশ্বিক এ আসরের বাংলাদেশি ফাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্ট।

তবে জানা যায়, এখনও প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে শিগগিরই তা শুরু হবে।

বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধি পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে আয়োজিত ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আসরে অংশ নেবেন।

২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল ফেরদৌস এভ্রিলের নাম ঘোষণার পর বিয়ের তথ্য গোপনের দায়ে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়। ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন রাফাহ নানজিবা তোরসা। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আয়োজন স্থগিত ছিল।

এর আগে বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন আনিকা তাহের।

Advertisement
Share.

Leave A Reply