fbpx

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জাতিসংঘের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের চার মাস পর, দেশটিতে অস্ত্র বিক্রির ওপর বিরল নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর এ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে ১১৯টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে কেবল বেলারুশ। আর চীন-রাশিয়াসহ ৩৬টি দেশ প্রস্তাবে মতামত দেয়া থেকে বিরত থাকেছে।

পরিষদে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কোরানের বার্গেনার বলেন,’ দেশটিতে বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে সেখানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগও কমে আসছে।‘

চলতি বছর ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হঠিয়ে ক্ষমতা নেয়া জান্তা সরকারকে নিন্দা জানিয়েছে একটি প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। একই সাথে অং সান সু চি-সহ রাজনৈতিক বন্দী ও আটক হওয়া আন্দোলনকারীদের মুক্তি দিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানায় সংস্থাটি।

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব আইনগতভাবে মানা বাধ্যতামূলক নয়, তবে রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ।

দেশটিতে গেল চার মাস ধরেই জান্তাবিরোধী বিক্ষোভ করে আসছে হাজারো মানুষ। আর বিক্ষোভে দমন, নিপীড়ণ চালিয়ে আসছে সেনাবাহিনী। পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস- এর হিসেবে, এ পর্যন্ত বিক্ষোভে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ৮৬০ জন। আটক হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply