fbpx

মিয়ানমারের বিক্ষোভে নিহত দুই, জাতিসংঘের নিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির মান্দালয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। মূলত, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর গুলি চালায়।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে বিক্ষোভে গুলিতে মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বিক্ষোভকারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা লু মিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি পেশাজীবীদের বিক্ষোভে যোগ দিতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরুর পর শুক্রবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশটিতে ২০ বছর বয়সী মিয়া থোতে থোতে খায়ং নামের এক বিক্ষোভকারী রাজধানী নেপিডোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৯ ফেব্রুয়ারি নেপিডোতে বিক্ষোভকালে গুলিবিদ্ধ হয়েছিলেন।

এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে ইয়াঙ্গুন শহর। সেখানে সব পেশার মানুষ এই আন্দোলনে অংশ নেন।

Advertisement
Share.

Leave A Reply