fbpx

মিয়ানমারে বিক্ষোভে প্রাণ গেছে ৪৩ শিশুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে গত তিন মাস ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৪৩ শিশু। মানবাধিকার সংস্থা সেইভ দ্য চিলড্রেন এই তথ্য দিয়েছে।

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ‘দুঃস্বপ্নের পরিস্থিতি’ ছিল বলে উল্লেখ করে সংস্থাটি। একই সাথে জানানো হয়, বিক্ষোভে নিহত সবচেয়ে কম বয়সীর বয়স ছিল সাত বছর।

স্থানীয় একটি মনিটরিং গ্রুপ জানায়, এই পর্যন্ত বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বলেন, দেশটিতে সহিংসতা বাড়ার সাথে সাথে ‘ আসন্ন রক্তপাত’-এর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি এড়াতে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংস্থাটি।

গেল তিন মাস ধরেই দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ করে আসছেন গণতন্ত্রপন্থীরা। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা উপেক্ষা করেই রাস্তায় অবস্থান করছেন তারা।

Advertisement
Share.

Leave A Reply