fbpx

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার নিহত হয়েছেন অন্তত ১২ জন। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

শনিবার ইয়াঙ্গুন, মান্দালয়, পিয়ো ও চাউক শহরের বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন।

মধ্যাঞ্চলের পিয়ো শহরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরও দুই আন্দোলনকারী। আর বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে রাতভর সহিংসতায় নিহত হয়েছে তিন জন। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

মান্দালয়ের এক আন্দোলনকারী মায়াথ থু রয়টার্সকে বলেন ‘নিরাপত্তা বাহিনী বিক্ষোভেকারীদের সাথে এমন আচরণ করছে, যেন এখানে যুদ্ধ চলছে। নিহতদের মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে বলে জানান তিনি।

সি থু থুন নামের আরেক বিক্ষোভকারী বলেন, দুই জনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন তিনি। তাদের মধ্যে একজন বৌদ্ধভিক্ষু রয়েছেন।

মধ্যাঞ্চলের চাউক শহরেও বিক্ষোভে সহিংসতা হয়েছে। এখানেও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি, সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভ করে আসছেন হাজারো মানুষ। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ৭০ জনেরও বেশি বিক্ষোভকারী।

Advertisement
Share.

Leave A Reply