fbpx

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত আরও ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে রোববারও নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে রোববারও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে তিন বিক্ষোভকারী।

একটি ভিডিওতে দেখা যায়, হ্লাইং থারিয়ার জেলায় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর হামলা থেকে বাঁচতে হাতে তৈরি বর্ম ও হেলমেট পরে আছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইয়াঙ্গুন শহরের কাছাকাছি বাগো শহরে এক তরুণ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

কাচিন ওয়েভের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, হাকান্ত শহরে আরও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।

এখন পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ৮০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে ২ হাজার একশ জনেরও বেশি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখেই এনএলডির দলের লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেছেন।

Advertisement
Share.

Leave A Reply