fbpx

মিয়ানমারে বিক্ষোভে নিহত আরও তিন জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে সোমবার তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

সংবাদ মাধ্যম রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাইতকিনা নগরীরতে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন দুই জন। আহত হয়েছেন অন্তত তিন জন।

তবে কারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। এই সময় বিক্ষোভস্থলের কাছেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, রাস্তায় দুই জনের দেহ পড়ে আছে।  এক বিক্ষোভকারী জানান, তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভের কাছের একটি ভবন থেকে গুলি চালানো হয় বলেও জানানো হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে, ইরাবতী নদীর বদ্বীপ অঞ্চলের ফিয়ার পোনে শহরেও বিক্ষোভে দমন নিপীড়ন হয়। এখানে নিহত হয়েছে এক জন। আহত হয়েছে আরও দুই জন।

তবে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনী।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে দোকান, কারখানা ও ব্যাংকগুলো বন্ধ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্য়ম বলছে, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই  বিক্ষোভ চালিয়ে আসছে হাজারো মানুষ। এ পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে ৫০ জনেরও বেশি আন্দোলনকারী।

Advertisement
Share.

Leave A Reply