fbpx

মিয়ানমারে বিমান হামলা, দেশ ছাড়লেন ৩ হাজার বাসিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের দক্ষিণ–পূর্বাঞ্চলে কারেন রাজ্যে,  বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। হামলার আতঙ্কে রবিবার প্রতিবেশী দেশ থাইল্যান্ডে পালিয়ে গেছেন প্রায় তিন হাজার গ্রামবাসী। স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

এর আগে শনিবার, কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন দাবি করে, থাইল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় একটি সেনাচৌকিতে হামলা চালায় তারা। এতে ১০ জন নিহত হন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তাও রয়েছেন। হামলায় সংগঠনটির একজন সদস্যও নিহত হন। এরপরই, বিদ্রোহী নিয়ন্ত্রিত এই গ্রামে পাল্টা হামলা চালায় সেনাবাহিনী।

এক বিবৃতিতে স্থানীয় নারী অধিকার সংগঠন ‘কারেন ওমেন্স অর্গানাইজেশন’ থেকে বলা হয়, কারেনদের নিয়ন্ত্রণে থাকা অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনী। বিমান হামলা হয়েছে একটি আশ্রয়শিবিরেও।

তবে হামলা ও বাসিন্দাদের পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়ার বিষয়ে এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Advertisement
Share.

Leave A Reply