fbpx

মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছর কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের ফ্রন্টিয়ার ম্যাগাজিনের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক কোর্ট। শুক্রবার সাকালে এই দণ্ডাদেশ দেয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

অভিবাসন আইন লঙ্ঘন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে দোষী প্রমণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়েছে।

৩৭ বছর বয়সী ড্যানি ফেনস্টারকে গেল মে মাসে ইয়াংগুন থেকে আটক করা হয়েছে। ফ্রন্টিয়ার ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে ইয়াংগুনের ইসসিন কারাগারে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়। গণমাধ্যম ও জণসাধারণের জন্য বন্ধ একটি ট্রায়াল অনুসরণ করে এই ঘোষণা দেয়া হয়।

চলতি সপ্তাহেই মিয়ানমার সরকার আরও তিনটি অভিযোগ আনে ড্যানির বিরুদ্ধে। উস্কানি, সন্ত্রাস ও রাষ্ট্রদোহের অভিযোগ। এই অভিযোগের বিচার কাজ শুরু হবে ১৬ নভেম্বর। এতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন হতে পারে ড্যানি ফেনস্টারের।

Advertisement
Share.

Leave A Reply