fbpx

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়কে জাতিসংঘের আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেন, ‘নির্বাচনের ফল অস্বীকার করা গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়। অভ্যুত্থানের নেতাদের বুঝিয়ে দিতে হবে এটা দেশ শাসনের কোনো উপায় নয়।‘ বুধবার ওয়াশিংটন পোস্টের সম্প্রচারিত এক সাক্ষাৎকারে গুতেরেস এই মন্তব্য করেন।  বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

দেশটিতে সাংবিধানিক ধারাবাহিকতা পুনর্বহাল করার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন ‘মিয়ানমারের এই অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সব পক্ষকে সচল করতে আমরা সব কিছুই করবো।’

পশ্চিমা দেশগুলো মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানালেও চীনের বিরোধিতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হয়। সেখানে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেয়ার প্রস্তাব আনা হয়। তবে ভেটে ক্ষমতা বলে সে প্রস্তাব আটকে দেয় চীন। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটি দেশ চীন।

Advertisement
Share.

Leave A Reply