fbpx

মিয়ানমার নৌবাহিনী ছেড়ে দিল ২২ জেলেসহ ৪ ট্রলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগর থেকে ধরে নেওয়া ২২ জন জেলে ও ৪টি ফিশিং ট্রলার অবশেষে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

শনিবার (২০ নভেম্বর) রাতে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা সেন্ট মার্টিন জেটিঘাটে এসে পৌঁছান। জানা যায়, এসব ট্রলারের মালিকেরা কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমেদ ও একটি ট্রলারের মালিক মোহাম্মদ আজিম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব-দক্ষিণে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ২২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যান।

ওই সময় সেখান থেকে পালিয়ে আসা কয়েকটি ট্রলারের জেলে এবং ধরে নিয়ে যাওয়া জেলেরা মোবাইল ফোনে নিজ নিজ ফিশিং ট্রলারের মালিকদের বিষয়টি জানান।

Advertisement
Share.

Leave A Reply