fbpx

মিয়ানমার নৌ-বাহিনী ২২ বাংলাদেশি জেলেসহ ৪ ট্রলার নিয়ে গেছে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের নৌ-বাহিনী আজ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূল থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলেকে ধরে নিয়ে গেছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব জেলেকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

নুর আহমদ জানান, জেলেদেরকে মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে। এ সময় জেলেরা জানিয়েছেন, তাদের মিয়ানমার নৌ-বাহিনীর জাহাজে তোলা হয়েছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রাখা হয়েছে।

তবে, এখন মোবাইল ফোন বন্ধ থাকায় জেলেদের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলেও জানান নুর আহমদ। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply