fbpx

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজ বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমার সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। রবিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুক কর্তৃপক্ষের এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।

শনিবার মিয়ানমারের মান্দালয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনা-পুলিশের গুলিতে দুই জন বিক্ষোভকারী নিহত হন। মূলত, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাঁদের ওপর গুলি চালায় বলে জানা যায়।

এরপরই দেশটির সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, তাঁদের বৈশ্বিক নীতিমালা অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ‘তাতমাদো ট্রু নিউজ ইনফরমেশন টিম’ নামের পেজটি ফেসবুক থেকে অপসারণ করা হয়েছে। সহিংসতায় উসকানি ও ক্ষতি সংগঠনের বিষয়ে ফেসবুকের নীতিমালা বারবার লঙ্ঘন করায় মিয়ানমারের সেনাবাহিনীর ফেসবুক পেজটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply