fbpx

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনকুবের গৌতম আদানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনকুবের এখন ভারতের গৌতম আদানি। নিজ দেশের ধনকুবের মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ব্লুমবার্গের করা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থানে জায়গা করে নিলেন আদানি।

খুচরো ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন গৌতম। এখন তিনি খনি ও দূষণবিহীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিক। একাধিক বন্দর, মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে তাপ শক্তি ও কয়লা ব্যবসার নিয়ন্ত্রক আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ৫৯ বছর বয়সি মুকেশ আদানি। সোমবার পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮৮ দশমিক ৫ মার্কিন বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় সাড়ে ছয় লক্ষ কোটি রুপিরও বেশি। সম্প্রতি তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১২ হাজার কোটি ডলার। চলতি বছরে আদানি হলেন ‘বিগেস্ট ওয়েলথ গেইনার’।

এর আগে অস্ট্রেলিয়ায় কয়লা খনির জন্য পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়েছিলেন আদানি। তার সমালোচকদের মধ্যে ছিল সুইডেনের পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। এরপর আদানি ক্রমশ ফসিল ফুয়েল বর্জন করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে গুরত্ব দিচ্ছেন। সেই সাথে প্রতিরক্ষার সরঞ্জাম উৎপাদনেও জোড় দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply