fbpx

মুক্তিযুদ্ধের সত্য ঘটনার নাটক ‘শ্বাপদ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘শ্বাপদ’। মাসুম শাহরীয়ার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির।

পিকলু চৌধুরীর প্রযোজনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তারিক আনাম খান,শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শাবনাম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু, রউনক রিপন ছাড়াও আর অনেকে।

পিকলু চৌধুরী জানান,পুরো নাটকটি চিত্রায়িত হয়েছে সৈয়দপুর পার্বতীপুর, চিত্রায়নে সুবিধার্থে তিন দিনের জন্য সম্পূর্ণ একটি ট্রেনও ভাড়া করা হয়েছিল।

মুক্তিযুদ্ধের সত্য ঘটনার নাটক ‘শ্বাপদ’গোলাম মুক্তাদির বলেন, ‌’আমাদের মুক্তির ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট ঘটনা। কোন কোন ঘটান এতোটাই নৃশংস যে সেব গল্প শুনলে বুক কেঁপে ওঠে। পাক বাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছে এদেশের মানুষ, এই গল্প তারই প্রতিচ্ছবি। সত্য ঘটনার অনুপ্রেরনায় এই গল্প আমরা শুনেছি ঘটনার সাক্ষী ওয়াজিউল্লার মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছে।’

মুক্তিযুদ্ধের সত্য ঘটনার নাটক ‘শ্বাপদ’কুমিল্লার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটকটি শিগগিরিই একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নাটকটির প্রযোজক।

Advertisement
Share.

Leave A Reply