fbpx

‘মুক্তিযুদ্ধের স্বপ্নপূরণে সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অমর একুশে বইমেলার ১৬তম দিনে অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদারের ‘মুক্তিযুদ্ধের স্বপ্নপূরণে সুশাসন’  বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামা‌ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানসহ অন্যান্যরা।

এদিন মেলায় নতুন বই এসেছে ১১৪টি। বইটি প্রকাশ করেছ আগামী প্রকাশনী। মেলার ১০ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

তিনি বিবিএস বাংলাকে বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। এটি একটি দীর্ঘ দিনের বঞ্ছনার ইতিহাস। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ করে জাতি মুক্তিযুদ্ধ করেছে। সেটি নির্মাণ করার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন মূলত অধিকার আদায়ের আন্দোলন ছিল। সে পথ ধরেই ৬২’র আন্দোলন এবং পরবর্তীতে সে ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আন্দোলন সফলতা পায়।

শহীদুল্লাহ শিকদার আরও বলেন, জাতি ইতিহাস, ঐতিহ্য ও ভাষার জন্য অনেক ত্যাগ করেছে। এর মূল উদ্দেশ্য ছিল সৎ, ন্যায়পরায়ণ ও  মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা। কিন্ত সে সমাজ এখনও তৈরি করতে পারি নি আমরা। এখনও দুর্নীতি গোটা বাংলাদেশে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে আছে। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য মুক্তিযুদ্ধের ত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে চলতে হবে।

এই বইয়ে স্বাধীনতার আদর্শের পাশাপাশি সম্ভাবনার প্রত্যাশা ও স্বপ্নের কথা লেখা আছে। আমরা যদি মুক্তিযুদ্ধের স্বপ্নকে পূরণ করে চাই, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শের কথা আমাদের স্মরণ করতে হবে। এই অর্জন কোনো ব্যক্তির জন্য নয়, সমাজের জন্য, দেশের জন্য। ব্যক্তিসংকীর্ণতা ভুলে গিয়ে সমাজের কল্যাণে, দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply