fbpx

মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করা হবে: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।  এর আগে, মুক্তিযোদ্ধা ভাতা ২০০৯ – ২০২০ সালের মধ্যে ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করে এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, এখন থেকে মুক্তিযোদ্ধারা তাঁদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি নিজস্ব অ্যাকেউন্টে পেয়ে যাবেন। পাশাপাশি, তিন মাসের পরিবর্তে প্রতি মাসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে এই ভাতা।

Advertisement
Share.

Leave A Reply