fbpx

মুখোমুখি লড়াইয়ে এমবাপ্পে-লেভানডফস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৯৮৬ বিশ্বকাপে শেষবার রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল পোল্যান্ড। ৩২ বছর পর আবারো নকআউট পর্বে পোলিশরা, এবারের প্রতিপক্ষ ফ্রান্স। নিঃসন্দেহেই রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড এবার আর শুন্য হাতে বিদায় নিতে চাইবে না। বলা যায়, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ড মাঠে নামবে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার সাথে ১-০ গোলের হারটাকে অঘটন মানলে কাতার বিশ্বকাপেও নিঃসন্দেহে অঘটনের শিকার গতবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স। তবে পরিসংখ্যানে পোলিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে ফরাসিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে পোল্যান্ডের সাথে এখন পর্যন্ত সাত দেখায় আনবিটেন ফ্রান্স, তিন জয়ের পাশাপাশি আছে চার ড্র। যদিও বিশ্বকাপে এর আগেও একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল, তিন-দুই গোলের ব্যবধানে জিতেছিল পোল্যান্ড। সেটাও অবশ্য ধূসর অতীত, ১৯৮২ বিশ্বকাপের কথা!

কিলিয়েন এমবাপ্পে-ওসমান দেম্বেলেরা নিঃসন্দেহেই নিজেদের তৃতীয় এবং টানা দ্বিতীয় বিশ্বকাপের জয়ের পথে কোনোভাবেই পা হড়কাতে চাইবে না। এখন দেখার বিষয় ফরাসিদের আটকাতে কতোটা প্রস্তুত লেভা-গ্লিকরা?

Advertisement
Share.

Leave A Reply