fbpx

মুখ না মুখোশ?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার ভয়ে মাস্ক হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। ধরুণ আপনি রাস্তায় হাঁটছেন, আপনাকে পাশ কাটিয়েই চলে গেল আপনার এক বন্ধু। মাস্ক পরার কারণে চিনতেই পারলো না আপনাকে। বা আপনিও চিনতে পারেননি তাকে। এমন ঘটনা তো কম বেশি হচ্ছে সবার ক্ষেত্রেই। কী বলুন?

মুখ না মুখোশ?

জাপানের একটি দোকানে অবিকল মুখের মতো মুখোশ
ছবি : সংগৃহীত

এবার, সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ ও মুখোশ হবে একেই রকম। জাপানের কামেন্যা ওমোটো নামের একটি কোম্পানি মানুষের চেহারার ছবি তুলে, থ্রিডি স্কেন করে মুখোশ বানিয়েছে অবিকল মুখের মতো। এমন একটি মাস্ক পেতে আপনাকে ব্যয় করতে হবে ৪০. ০০০ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

মুখ না মুখোশ?

তবে সুবিধার সাথে অসুবিধাও কম নয় । কারণ অসৎ কাজের জন্যও অনেকে ব্যবহার করতে পারে অন্যের মুখঅবয়ব। সে ক্ষেত্রে বাড়তে পারে অপরাধপ্রবণতা।

Advertisement
Share.

Leave A Reply