fbpx

মুদি দোকান থেকে দুই হাজার লিটার সয়াবিন উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারে মাসুদ স্টোর নামে একটি মুদিদোকানের গুদাম থেকে দ্বিতীয় দফায় আরও এক হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাত নয়টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সয়াবিন তেল উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একই দোকান থেকে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে খোলা বাজারে টিসিবির সয়াবিন তেল বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। তাকে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম।

ইউএনও শাহাদাত হোসেন বলেন, গতকাল দোকানটিতে অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিককে দণ্ড দেওয়া হয়। এরপর মাসুদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার গুদামে আরও এক হাজার লিটার সয়াবিন তেল আছে।

এরপর আবার অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তিনি সয়াবিন তেল বোতল থেকে খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন। টিসিবির কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Advertisement
Share.

Leave A Reply