fbpx

মুফতি আমির হামজা গ্রেফতার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়াজের নামে অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোয় অভিযুক্ত কুষ্টিয়ায় বিতর্কিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

২৪ মে সোমবার বিকেলে কুষ্টিয়ার ডাবিরাভিটা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেফতার করা হয়।

আমির হামজাকে সিটিটিসির প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

পুলিশ বলছে, আমির হামজা ওয়াজের নামে নানা ধরনের অপব্যাখ্যা দিয়ে থাকে। এতে করে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। আর ইউটিউবে দেওয়া তার বেশকিছু বক্তব্য, যা কিনা উগ্রবাদে উসকানিমূলক। সম্প্রতি, নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যান আমির হামজা।

এছাড়া, সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত ৫ মে সাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দু’জনকে আসামি করা হয়।

Advertisement
Share.

Leave A Reply