fbpx

মুশতাকের মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু কি কারণে হয়েছে,  তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই মৃত্যু কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেটে জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লেখক মুশতাক আহমেদ আগেও দুই-একবার তার লেখনিতে আইনশৃঙ্খলা কিংবা অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। যার কারণে অনেকেই তাঁর নামে মামলা করেছিলেন। সম্প্রতি ২০২০ সালে যে মামলাটি হয়েছিল সেই মামলার জন্য তিনি কাশিমপুর জেলখানায় অন্তরীণ ছিলেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কারাগারে অস্বাভাবিক বা স্বাভাবিক সব মৃত্যুতেই তদন্ত হয়। তাই পোস্টমর্টেমের পর সঠিকভাবে জানা যাবে কীভাবে মোশতাক আহমেদের মৃত্যু হয়েছে। আর তদন্ত কমিটি গঠন করে এর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনে ৯ মাস ধরে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান।

Advertisement
Share.

Leave A Reply