fbpx

মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে বিদেশিদের বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে বিদেশিদের দেওয়া বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

১ মার্চ সোমবার যুক্তরাষ্ট্র সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক লোক জেলে মারা যায়। তাদের নিয়ে সেখানে কেউ উদ্বেগ প্রকাশ করেন না। কিন্তু আমাদের দেশে একজন মারা গেলেই বিদেশিরা উদ্বেগ প্রকাশ করেন। এটা তাজ্জব।  আমাদের মিডিয়ায় অন্য দেশের লোকজন কেনো মাতব্বরি করবে। এ ধরনের নুইসেন্সের পাবলিসিটি দেওয়া আমাদের বন্ধ করে দেওয়া উচিত।’

এ সময় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার তদন্ত দাবি করেছেন বলেও জানান তিনি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশের বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও  জানান, ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দু’একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে তা একেবারেই বেমানান।’

মন্ত্রী তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন।

Advertisement
Share.

Leave A Reply