fbpx

মুশফিক-লিটনের লড়াইয়ে দলীয় সেঞ্চুরি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইনিংসের দ্বিতীয় বলেই আউট মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তামিমের বিদায়। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। এরপর নাজমুল হোসেন শান্ত ৮, অধিনায়ক মুমিনুল হক ৯ রানে ফেরার পর সাকিবও তামিম-জয়দের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে।

২৪ রানে নেই ৫ উইকেট, যার তিনটা ডানহাতি পেসার কাসুন রাজিথার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আশা দেখাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ৭ম ওভারে ৫ উইকেট হারানো বাংলাদেশ এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় প্রথম সেশনে আর কোনো উইকেট দেয়নি।

৩৬ ওভার শেষে দুইজনে গড়েছেন ১৭৫ বলে ৭৯ রানের জুটি। যেখানে মুশফিকের অবদান ৮৩ বলে ৩০* আর লিটনের অবদান ৯২ বলে ৪৭*। যেখানে শঙ্কা ছিলো দলীয় সেঞ্চুরির সেখানে দুজনেই আছেন সেঞ্চুরি পার্টনারশিপের পথে। বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ১০৩/৫।

Advertisement
Share.

Leave A Reply