fbpx

মৃত্যু, শনাক্ত, শনাক্তের হার -বেড়েছে সবই!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আবারও সব রেকর্ড ছাড়িয়ে মৃত্যু হলো আরও ২৩১ জনের। এর আগে, গতকাল রবিবার এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা আজ থেকে সামান্য কমে ছিল ২২৫।

গত একদিনে মৃতদের মধ্যে সর্বোচ্চ রয়েছে ঢাকা বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৫৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ১শ’ ২৫ জনের।

আজ সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৬২৭ টি পরীক্ষাগারে ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩শ’ ২১ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ১৭ হাজার ৩শ’ ১০ জন।

বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিনে সুস্থ হয়েছেন আরও ৯ হাজার ৩শ’ ৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৯ লাখ ৪১ হাজার ৩শ’ ৪৩ জন রোগী। একদিনে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৫ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় গতবছর ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply