fbpx

মেঘনায় ফেরিতে আগুন, পুড়ে গেল ৮ ট্রাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেঘনার মাঝ নদীতে ‘কলমীলতা’ নামের একটি ফেরিতে আজ ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরিতে থাকা ৮টি পণ্যবাহী ট্রাক পুড়ে গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর বেলায় ফেরির একটি ট্রাক থেকেই আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কাজ করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। তবে, এখনো এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও ফেরির স্টাফদের তথ্য অনুযায়ী, আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি দল ভোলা থেকে ফেরি ‘কিষাণি’তে করে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মেঘনায় ফেরিতে আগুন, পুড়ে গেল ৮ ট্রাক

আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কাজ করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

তাদের তথ্য অনুযায়ী আরো জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় ‘কলমীলতা’ ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে ছেড়ে ভোলার ইলিশার দিকে যাচ্ছিল। তখন ফেরিতে ১১টি ট্রাক ছিল। ধারণা করা হচ্ছে, ফেরিটি মতিরহাট এলাকায় পৌঁছানোর পরই সেখানে থাকা ট্রাকের স্টাফদের সিগারেটের আগুন বা মশার কয়েল থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisement
Share.

Leave A Reply