fbpx

মেট্রোরেল: ৫ এপ্রিল থেকে চলবে সকাল ৮টা-দুপুর ২টা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিয়াবাড়ি-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করছে।

এছাড়া, আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হবে।

এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হতে যাচ্ছে।

এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্টের পারফরম্যান্স পরীক্ষা আগামী জুলাই থেকে শুরু হবে।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন এবং পরদিন জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রথমে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করে। পরে পর্যায়ক্রমে আরও ৫টি স্টেশন চালু হয়।

Advertisement
Share.

Leave A Reply